ঋণ আবেদনকারীর আবেদন করার প্রক্রিয়া

১। ঋণের আবেদন ফরম পূরনের জন্য বিজয় ইউনিকোড ব্যবহার করতে হবে, বিজয় ইউনিকোড ব্যবহারের জন্য Key Board এ Press (Ctrl+Alt+V).

২। ঋণের আবেদন ফরম পূরনের জন্য ( Click Here for Application)এ ক্লিক করতে হবে।

৩। জেলা Select করতে হবে।

৪। শাখা Select করতে হবে।

৫। শাখা Select করার পর প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফরম ফুরণ করে সাবমিট দিতে হবে।

৬। ঋণের আবেদন সাবমিট করার পর ঋণের প্রয়োজনীয় সকল প্রত্যয়ন প্রিন্ট করার জন্য একটি Page Open হবে।

৭। উক্ত Page এ আপনার চাকুরীর ধরণ অনুযায়ী লিন্ক এ ক্লিক করলে সকল প্রত্যয়ন পত্র দেখা যাবে।

৮। প্রত্যয়ন পত্র সমূহ পড়ার পর সঠিক থাকলে ডান পাশে Print Option এ ক্লিক করলে Print হবে।

৯। আর যদি কোন ভুল থাকে তবে সংশোধনের জন্য বাম পাশে Edit Option এ ক্লিক করে তথ্য সংশোধন করে পূনরায় সাবমিট দিলে পূনঃরায় সকল প্রত্যয়ন পত্র Print এর Page আসবে।

১০। প্রত্যয়ন পত্র সমূহ প্রিন্ট করে যথা স্থানে স্বাক্ষর করে প্রয়োজনীয় কাগজ ও জামিনদাতা সহ শাখায় উপস্থিত হয়ে ঋণের বিতরণ গ্রহণ করা যাবে।


শাখার ঋণ প্রক্রিয়াকরণ

১। Google Chorme Browser ব্যবহার করতে হবে। তা না হলে বিভিন্ন রিপোর্ট দেখতে সমস্যা হতে পারে।

২। User & Password দিয়ে Login করতে হবে।

৩। Login করার পর ঋণের ফরম এ ক্লিক করার পর সবগুলো দেখুন এ কোন আবেদন জমা হয়ে থাকলে তা দেখা যাবে।

৪। । ঋণ আবেদনের ডান পাশে প্রোফাইল এ ক্লিক করলে ঋণ সংক্রান্ত বিভিন্ন ম্যানু পাওয়া যাবে।